Thursday 12 November 2015

জাপানে ডাঃ জাকির নায়েকের লেকচার-Nov/2015


Ansar Ahmed Choudhury to আপনার জিজ্ঞাসা--> জেনে নিন--> দ্বীনি প্রশ্নোত্তর
জাপানে ডাঃ জাকির নায়েকের
লেকচার !!
গত ৭ নভেম্বর জাপানের টোকিওতে
তিয়ারা কোতো, সুমিয়োশিতে
বক্তৃতা দেন বিশ্বখ্যাত ইসলামিক
স্কলার ডাঃ জাকির নায়েক।
জাপানে সফররত এই মহান ব্যক্তি তার
বক্তৃতায় বলেন, মাত্র কিছুদিন হল
বিজ্ঞান আবিস্কার করেছে যে,
চাঁদের নিজস্ব কোনো আলো নেই, অথচ
১৪০০ বছর পূর্বেই পবিত্র কোরআনে সূরা
ফোরকানের ৬১ নং আয়াতে এর
স্বীকারোক্তি পাওয়া গেছে।
তিনি বলেন, চাঁদ ও সূর্যের কক্ষপথে
ভেসে চলাকে বিজ্ঞান প্রমাণ
করেছে মাত্র ২০০ বছর আগে। আর পবিত্র
কোরআনে সূরা আম্বিয়ার ৩৩ নম্বর
আয়াতে এই কথা বলা আছে অনেক
আগেই।
৪০ বছর আগে বিগ ব্যাং থিওরি
আবিস্কার করেছে বিজ্ঞান। যা সূরা
আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে স্পষ্টভাবে
উল্লেখিত।
১৪০০ বছর আগেই পবিত্র কোরআনে সূরা
কিয়ামাহ’র ৩ ও ৪ নং আয়াতে বলা
হয়েছে মানুষের আঙুলের ছাপ দ্বারা
তাদের পৃথক করা যায় যা বর্তমানে
প্রমাণ করেছে বিজ্ঞান।
সূরা যুমার ২১ নং আয়াতে আছে পানি
চক্রের ধারণা যা বর্তমান বিজ্ঞানের
দ্বারা প্রমাণিত।
লবণাক্ত পানি ও মিশ্র পানি যে পৃথক
থাকে তা সূরা ফুরকানের ২৫ নং
আয়াতে বলা হয়েছে। আর আজ সে
সত্যের প্রমাণ পেয়েছেন
বিজ্ঞানীরা।
ইসলামের নিয়ম অনুযায়ী ডান দিক
ফিরে ঘুমানো উচিৎ, আর বিজ্ঞান
প্রমাণ করেছে ডান দিক ফিরে ঘুমালে
হার্ট সুস্থ থাকে।
সূরা নামল এর ১৭ ও ১৮ নং আয়াতে বলা
হয়েছে পিঁপড়ারা তাদের মৃত দেহ কবর
দেয়। এর সত্যাতাও বিজ্ঞান উদ্ঘাটন
করেছে।
বিজ্ঞানীরা বলছেন, মদ পান, শুকরের
গোশত খাওয়াতে লিভারের ক্ষতি হয়।
অথচ বহু আগেই এসব গ্রহণের ওপর
নিষেধাজ্ঞা জারি করেছে শান্তির
ধর্ম ইসলামে।
ডাঃ জাকির নায়েক বলেন, মাত্র
কয়েক দিন হল বিজ্ঞানীরা রক্ত
সঞ্চালন এবং দুধ উৎপাদনের বিষয়ে
জেনেছে যা সূরা মুমিনুনের ২১নং
আয়াতে উল্লেখ আছে।
মানুষের জন্মতত্ত্ব নিয়েও সূরা আলাকে
বলা হয়েছে। যা বিজ্ঞান গবেষণা
করে পেয়েছে।
সেখানেই বলা হয়েছে সন্তান পুরুষ না
নারী হবে তা নির্ভর করে পিতার
ওপর। অথচ এই কথা সূরা নজিমের ৪৫ ও ৪৬
নং আয়াতে এবং সূরা কেয়ামাহ
৩৭-৩০ নং আয়াতে ১৪০০ বছর আগেই বলা
হয়েছে।
কোরআনে স্পষ্ট করে বলা আছে, মায়ের
গর্ভের সন্তান প্রথমে কানে শুনতে পায়
এবং পরে চোখে দেখতে পায়। যা আজ
প্রমাণিত।
পৃথিবী দেখতে কেমন?- এই বিষয়ে
জল্পনা কল্পনার শেষ নেই। অনেক
গবেষণার পর বিজ্ঞানীরা নিশ্চিত
হয়েছেন যে, কমলা লেবুর মত চ্যাপ্টা।
আর কোরআনেও বলা আছে পৃথিবী
উটপাখির ডিমের মত!
সূরা লোকমানের ২৯ নং আয়াতে দিন
রাতের বৃদ্ধি-হ্রাসের কথা বলা
হয়েছে যা এখন বিজ্ঞান প্রমাণ করতে
সক্ষম হয়েছে।
তিনি বলেন, আমাদের মূল সমস্যা হল
আমরা এসব জানি কিন্তু বোধের
অভাবে মানি না।
একজন নেশাকর যেমন জেনে শুনে
নিজেকে ধ্বংসের দিকে ঠেলে
দিচ্ছে তেমনি আমরাও আমাদেরকে
ইসলামের সত্য পথ থেকে দূরে রেখে
ধ্বংস করে দিচ্ছি।
এহেন অবস্থা থেকে আমাদের মুক্তি
প্রয়োজন। ইসলামের পথে সকলের
এগিয়ে এসে ধ্বংসের পথ থেকে
নিজেকে রক্ষা করতে হবে।
বক্তৃতার শেষ পর্যায় বিভিন্ন মুসলিম-
অমুসলিমদের প্রশ্নের জবাব দেন এই
ইসলামিক স্কলার। এবং সব শেষে ৬
জাপানী ডাঃ জাকির নায়েকের
বক্তব্য শুনে ইসলাম গ্রহণ করেন ।

No comments:

Post a Comment